আটাশেই না ফেরারর দেশে ভারতীয় পেসার সিদ্ধার্থ শর্মা

পেসার

স্পোর্টস ডেস্ক: যখন তার শুরুর কথা ছিল তখন তার সব শেষ হয়ে গেলো। হিমাচলের প্রদেশের পেসার সিদ্ধার্থ শর্মা মাত্র ২৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পেসার

রঞ্জি খেলতে এসে ভাদোদারার একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় শুক্রবার (১৩ জানুয়ারি) মারা যান সিদ্ধার্থ।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমস।

২০২১-২২ মৌসুমে হিমাচল প্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফি জেতেন সিদ্ধার্থ। এই প্রদেশের হয়ে ৬টি লিস্ট এ, ৬টি প্রথম শ্রেণী ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ উইকেট নেন সিদ্ধার্থ।

হিমাচল প্রদেশের সেক্রেটারি আভনিশ পারমার বলেন, ‘খেলার আগে সে বমি করতে শুরু করে, তার প্রস্রাবেও সমস্যা হচ্ছিল। আমরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করি। সেখানেই সে মারা যায়।’

ডিসেম্বরের শেষে ইডেন গার্ডেনে বাংলার বিপক্ষে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন সিদ্ধার্থ। নিয়েছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। কিন্তু তার পরেই চলে গেলেন না ফেরার দেশে।

বিপিএলে মাঠে নামতে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রিজওয়ান