বিজনেজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ওষুধ, শূকরের মাংস ও অ্যাভোকাডোসহ ৮৫০টির বেশি পণ্যের শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছে চীন৷ চলমান অর্থনৈতিক মন্দাভাবের পাশাপাশি দেশটিতে শূকরের মাংসের সংকট দেখা দেওয়ায় আমদানি বড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ খবর ডয়চে ভেলের।
গত সোমাবার চীনের অর্থমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়৷
বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে হিমায়িত অ্যাভোকাডো আমদানি শুল্ক ৭ শতাংশে নামিয়ে আনা হবে; বর্তমানে যেটা ৩০ শতাংশ৷ হিমায়িত শূকরের মাংস আমদানিতে শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হচ্ছে৷
সম্প্রতি চীনে শূকরের খামারগুলোতে ‘আফ্রিকান সোয়াইন’ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগের বিস্তার রোধে ১০ লাখের বেশি শূকর হত্যা করা হয়৷ যে কারণে দেশীয় উৎস থেকে মাংস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নত হয়েছে৷
ওষুধের ক্ষেত্র বিশেষ করে হাঁপানি ও ডায়বেটিসের ওষুধের দাম রোগীদের নাগালের মধ্যে রাখতে আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানায় অর্থমন্ত্রণালয়৷
বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও শুল্ক হ্রাস করে শূন্যে নামিয়ে আনা হচ্ছে৷ কমছে কাঠ ও কাগজের তৈরি নানা পণ্যের শুল্কও৷
গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের কারণে চীনের অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে৷ গত প্রায় ৩০ বছরের মধ্যে এবারই প্রথম দেশটির প্রবৃদ্ধির হার সর্বনিম্ন৷ তাই শুল্ক হ্রাসের মাধ্যমে চীন আমদানি বাড়িয়ে অর্থনীতির গতি বাড়াতে চাইছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।