স্পোর্টস ডেস্ক : মাত্র আড়াই দিনেই শেষ হয়ে যায় কলকাতার ইডেন গার্ডেন্সের গোলাপি বলের বহুল আলোচিত টেস্ট ম্যাচ। যারা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেও খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের টাকা ফেরত দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
এবার মূলত অনলাইনে টিকিট বিক্রি করেছিল সংস্থাটি। তাদের হয়ে দায়িত্ব নেয় ‘বুকমাইশো’। ই-কমার্স সাইটটি সিএবি’র অনুমতি নিয়ে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় আনন্দবাজার পত্রিকা জানায়, যারা টিকিট কেটেছিলেন ইতোমধ্যে তাদের কাছে এই সংক্রান্ত মেসেজও পৌঁছে গেছে। পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বার্তায়।
যদিও রবিবার অন্য কথা বলেছিল সিএবি। সংস্থার কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় জানান, টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। ম্যাচ একদিনে শেষ হলেও টাকা ফেরত দেওয়া হতো না।
তবে সচিব অভিষেক ডালমিয়া সংবাদমাধ্যমটিকে বলেন, “সিজন টিকিটের ক্ষেত্রে যদি একটা বলও খেলা হয়, তা হলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টের মূলত ডেইলি টিকিট বিক্রি করেছি। এ ক্ষেত্রে নিয়ম হলো, কোনো নির্দিষ্ট দিন এক বলও খেলা না হলে সে দিনের টাকা ফেরত দিতে হবে। যে কোনো ডেইলি টিকিটের ক্ষেত্রে এটাই নিয়ম। ‘বুকমাইশো’ আমাদের কাছে লিখিত অনুমতি নিয়েই টাকা ফেরত দিচ্ছে। আর আমরা চাই ক্রিকেটপ্রেমীদের পাশে থাকতে, চাই তারা খেলা দেখতে আসুন। সেই কারণেই এই উদ্যোগ। তবে সিজন টিকিট হলে এটা হতো না।”
আরও জানান, এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পুণে টেস্টেও একই ঘটনা ঘটেছে।
তবে যারা অফলাইনে সিজন টিকিট কেটেছেন, তাদেরও শেষ দুই দিনের টাকা ফেরত দেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলেও জানান অভিষেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।