বিনোদন ডেস্ক : নোরা ফাতেহিকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সম্প্রতি ‘দিলবার’গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন। তার নাচে মুগ্ধ হননি এমন দর্শক খুব কম। আবারও দর্শকদের মুগ্ধ করলেন নোরা। জন আব্রাহামের ‘বাতলা হাউজ’ ছবিতে ‘ও সাকি ও সাকি’গানে কোমর দুলিয়েছেন তিনি। ১৪ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি।
যা কিনা এরই মধ্যে ইউটিউবে ঝড় তুলেছে। ‘ও সাকি ও সাকি’ গানটি ২০০৪ সালে ‘মুসাফির’ ছবির। সেসময় গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই গানের রিমিক্স ভারসনে নেচে দর্শক মাতালেন নোরা।
‘রিক্রিয়েশন কিং’ তানিষ্ক বাগচির কম্পোজিশনে গানটি গেয়েছেন তুলসী কুমার ও নেহা কাক্কর। প্রায় আড়াই মিনিটের গানের ভিডিওতে নোরার পারফর্মেন্স দর্শকরা চোখের পলক ফেলতে পারবেন না।
ভিডিওটি দেখুন :

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।