জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অধিকাংশ কাউন্সিলর। এতে সিটি করপোরেশনের নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পড়েছেন সেবাপ্রত্যাশীরা।
গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরপরই গা-ঢাকা দেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৬ জন কাউন্সিলর। এদিকে জনপ্রতিনিধি না থাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।
নগরবাসী বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে নগরে কোনো কাজই হচ্ছে না। আমাদের প্রয়োজনীয় কাজগুলোও আটকে আছে। এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে।’
এদিকে নগর ভবন ও ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে এখনও তালা ঝুলছে। এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি জানিয়েছেন নগরবাসীর। তবে কবে নাগাদ ওয়ার্ডভিত্তিক সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মচারীরা।
এক বাসিন্দা বলেন, ‘বাচ্চার জন্ম নিবন্ধন করতে পারছি না। আবার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।’
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, ‘জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় সব কার্যক্রম পরিচালিত হবে।’
সিটি মেয়র ও কাউন্সিলরদের মধ্যে কয়েকজন ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে। আর দর্শনা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে নগরীর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী আটক হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।