আদর করে নতুন স্বামীকে যে নামে ডাকেন শ্রাবন্তী


বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশান সিংহের মালা বদল হয়েছে গেল ১৯ এপ্রিল। দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সেদিন চণ্ডিগড়ে বিয়ে করেন তারা। এদিকে শ্রাবন্তী নিজেই প্রকাশ্যে এনেছেন তার বিয়ের খবর। গোপনে বিয়েটা সারলেও জাঁকজমকপূর্ণ আয়োজনেই রোশন সিংয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে নায়িকার তৃতীয় বিয়ের অনুষ্ঠান।

শ্রাবন্তী জানান, স্বামীকে তিনি ‘আদু’ নামে ডাকেন। আর রোশন তাকে ‘নাদু’ নামে ডাকে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তাদের। স্বামী হিসেবে রোশানকে পেয়ে গর্বিত শ্রাবন্তী। তাই বেশ সিরিয়াস মুডেই বললেন, ‘আমি চাই আমাকে সবাই শ্রাবন্তী সিং নামে ডাকুক।’

শিগগিরই শ্রাবন্তী-রোশন সুইজারল্যান্ডে হানিমুনে যাবেন বলে ঠিক করেছেন। তবে হানিমুন হবে খানিক সময় নিয়ে। আপাতত এই অভিনেত্রী শুটিং করবেন অভিমন্যু মুখার্জির নতুন সিনেমায়।