Advertisement
‘আদর’ পেলেই বেলুনের মতো ফুলে যায় জ্যান্ত মাছ! জানা যায় এ ধরনের মাছকে বলা হয় ‘ব্লো ফিশ’।
সম্প্রতি এই মাছ আদর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় মাছের গায়ে হাত বুলাচ্ছেন এক যুবক। এটির মাথায় বুড়ো আঙুল দিয়ে দিয়ে ‘আদর’ করার সময় মাছটি একটু একটু করে ফুলে ওঠে।
জানা যায়, এই মাছগুলো টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত। সাধারণত অগভীর সমুদ্রে বসবাসকারী এই পরিবারের মধ্যে ২০০ রকমের এমন মাছ রয়েছে, যেগুলো চাইলে এমন বেলুনের মতো ফুলে উঠতে পারে।
এদের ব্লো ফিশ, পাফ ফিশ, পাফার, বেলুন ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশসহ নানান নামে ডাকা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



