অর্থনীতি ডেস্ক : গ্রামীণফোনের বকেয়া নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। আদালতের মাধ্যমে এ সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে দুই দেশ আশা প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, নরওয়ের টেলিনর কোম্পানির শেয়ার রয়েছে গ্রামীণফোনে। তারা এরই মধ্যে ১০০০ কোটি টাকা জমা দিয়েছে। আশা করি, বাকি পাওনার বিষয়টির সমাধান হয়ে যাবে।
নরওয়ের পররাষ্ট্র সচিব টোর হাট্রেম এ সময় বলেন, আমরা কিছু উদ্বেগের কথা জানিয়েছি। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। কিন্তু সবার জন্য ভালো হয় এমন সমাধান হলেই ভালো হবে।
তিনি আরো বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্য হতে চাই। সদস্য হলে রোহিঙ্গা ইস্যুটির সুষ্ঠু সমাধানে জোরালো ভূমিকা রাখতে পারবে নরওয়ে। এ সময় তিনি মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel