Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নিহতের স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বাবুল আক্তারকে কঠোর নিরাপত্তায় বেলা ২টা ৪৫ মিনিটে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকেল ৩টা ১০ মিনিটে বাবুলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের তোলার পর বিমর্ষ ছিলেন বাবুল আক্তার।
এর আগে বুধবার মিতুর বাবা মোশারফ হোসেন বাদি হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক এসপি বাবুলসহ আরও ৮ জনকে আসামি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।