ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান, গাড়িচালক আমির উদ্দিন ও সফরসঙ্গী আবদুল মুহিত আনসারির জবানবন্দি গ্রহণ শেষে তাদের নিজ নিজ জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৮ জুন) রাতে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ ৩ জনকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কোতোয়ালি আমলী আদালতের বিচারক কেএম হাফিজুর রহমান এই আদেশ দেন।
গত ১০ জুন দিবাগত রাত থেকে কোনো খোঁজ মিলছিল না ইসলামি বক্তা আবু ত্ব-হা, তার দুই সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিনের।
নিখোঁজের আটদিন পর শুক্রবার দুপুরে হঠাৎ তিনি ও তার সঙ্গীরা রংপুরে তার প্রথম স্ত্রীর মাস্টারপাড়ার বাড়িতে গিয়ে হাজির হন। খানিক সময় বিশ্রাম নেওয়ার পর কোতোয়ালী থানা পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে থানা থেকে নেওয়া হয় মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে। এরপর রাতেই তাদের আদালতে উপস্থাপন করা হয়।
নিখোঁজের দিন বিকাল ৪টার দিকে ওই তিনজনসহ আবু ত্ব-হা রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার পথে রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।