আদিত্য-শ্বেতা বাবা-মা হতে যাচ্ছেন

আদিত্য ও শ্বেতা

বিনোদন ডেস্ক : বাবা-মা হতে যাচ্ছেন সঞ্চালক-গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণ ও ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্বেতা আগরওয়াল। সোমবার (২৪ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান আদিত্য।

আদিত্য ও শ্বেতা

প্রকাশিত ছবিতে দেখা যায়—সোফায় বসে আছেন আদিত্য। আর তাতে হেলান দিয়ে বসে আছেন অন্তঃসত্ত্বা শ্বেতা। তার বেবি বাম্প স্পষ্ট। শ্বেতাকে জড়িয়ে ধরে আছেন হাস্যোজ্জ্বল আদিত্য। ক্যাপশনে লিখেছেন—‘শ্বেতা ও আমি মা-বাবা হতে চলেছি। আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।’

টাইমস অব ইন্ডিয়াকে উচ্ছ্বসিত আদিত্য বলেন—‘নতুন অধ্যায়ের জন্য আমি ও শ্বেতা অপেক্ষা করছি। এটাকে পরাবাস্তব মনে হচ্ছে। আমি বাচ্চা পছন্দ করি এবং সবসময়ই বাবা হতে চেয়েছি। এখন শ্বেতার আরো দায়িত্ব বেড়ে গেলো। কারণ আমিও শিশুর চেয়ে কম নই। কিছু দিন আগেই আমরা একটি পোষ্য নিয়েছি; এবার সন্তানের অপেক্ষা। যা বুঝতে পারছি, কয়েক দিনের মধ্যেই বাড়িটি কোলাহলে ভরে উঠবে।’

আদিত্য-শ্বেতা

২০১০ সালে মুক্তি পায় আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। এ সিনেমায় তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা। এ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। প্রথমে শ্বেতা শুধু বন্ধুই থাকতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে দুজনের সম্পর্ক প্রেমে গড়ায়। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।