জুমবাংলা ডেস্ক : আধিপত্যের জেরে দফার দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড়। দুই এলাকার মানুষের মধ্যে এ সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। নিহত মিজান টলি চালক সমিতির সাধারণ সম্পাদক ছিলে বলে জানা গেছে।
জানা গেছে, মধ্যরাত পর্যন্ত দুই এলাকায় সংঘর্ষ চলছিল। এতে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করে। এ সময় কমপক্ষে ৫টি দোকান লুটপাট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গৌরীপুর মহল্লার ও খোয়ারেরপার এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারারপাড় শাপলা চত্বর এলাকার সন্ত্রাসীরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।
জনতার ধরিয়ে দেওয়া যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ, ওসি প্রত্যাহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।