লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে স্থানীয় বিএনপির নেতা কুপিয়ে হত্যা হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর জেলায় আধিপত্য বিস্তারসংক্রান্ত দ্বন্দ্বের জেরে আবুল কালাম জহির (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জহির ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কে দুর্বৃত্তরা জহিরকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরছিলেন এবং এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
ধারণা করা হচ্ছে, এলাকায় প্রতিপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। ছোট কাউসারের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিষয়গুলো তদন্ত চলছে।
https://www.deshrupantor.com/638854
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



