বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। আনলিমিটেড মেয়াদের তিনটি ডেটা প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠানটি। ১০, ২০ ও ৫০ জিবির আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। ১০ জিবির ডেটা প্যাকটি গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে নিয়ে এসেছে রবি।
পাশাপাশি আওয়ারলি আনলিমিটেড ইন্টারনেট সুবিধাও নিয়ে এসেছে রবি। এই প্যাকেজের আওতায় ২৩ টাকায় দুই ঘণ্টা এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে।
রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। এরমধ্যে ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক।
এর আগে, গ্রামীণফোন ও টেলিটক আনলিমিটেড মেয়াদের চারটি ডেটা প্যাকেজ চালু করেছে। গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের দুটি ইন্টারনেট প্যাকেজে ১১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডেটা পাওয়া যাবে।
অপরদিকে টেলিটক আনলিমিটেড মেয়াদের প্যাকেজে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বিটিআরসির নির্দেশনায় প্রথমবারের মতো টেলিটক আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।