বিনোদন ডেস্ক : ‘বাহুবলি ২’ সিনেমায় অভিনয়ের পর থেকেই দুই জনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরে চারদিকে। তবে ‘বন্ধুত্বের’ কথা কবুল করে নিলেও প্রেমের সত্যতা দুজনের কেউই স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘সাহো’র প্রচারকালে সম্পর্কের ব্যাপারে মুখ খোলেন প্রভাস।
এ সময় ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররের মুখোমুখি হন এ তারকা। প্রভাস বলেন, ‘আনুশকা আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে তো গত দুই বছরে আমাদের একসঙ্গে ডেটে যেতে দেখা যেত, তাই না?’
‘কফি উইথ করণ’ শোতেও তাঁকে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বলে জানান প্রভাস।
‘এ সময় আমার হয়ে উত্তর দিয়েছিলেন ‘বাহুবলি’র আরেক অভিনেতা রানা দাজ্ঞুবাতি ও রাজামৌলি। তাঁরাও জানিয়েছিলেন, আনুশকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ উত্তর কিন্তু তাঁদের আমি শিখিয়ে দিইনি,’ যোগ করেন প্রভাস।
প্রভাস এখন তাঁর সিনেমা ‘সাহো’র মুক্তির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন। এর আগে ছবিটি ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি কাজে বিলম্বের জন্য মুক্তির তারিখ পিছিয়ে ৩০ আগস্ট করা হয়েছে। তামিল, তেলেগু, হিন্দি ও মালায়ালাম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।