গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটো স্পিনিং মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রাসেল ও আনোয়ারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। পারিবারিক কবরস্থানে চলছে আনোয়ারকে সমাহিত করার আয়োজন। বাড়ির এক পাশে মরদেহের গোসল সম্পন্ন করার আয়োজন চলছে। উঠানের এক কোণে ইটের তৈরি চুলায় ফুটানো হচ্ছে পানি। সন্তান হারানোর শোকে পাগলপ্রায় বাবা এদিক ওদিক ছুটোছুটি করছেন, কি যেন খুঁজছেন, হারানো জিনিস কার কাছে চাইবে, কোথায় গেলে পাবেন সেই হারানো বুকের ধন। কিন্তু গতকালও এমন চিত্র ছিল না আনোয়ারদের বাড়িতে। হঠাৎ বদলে গেছে চিত্র। যে ছেলেটি বাড়ি থেকে সুস্থ অবস্থায় বের হয়ে গেল তিনি আজ বাড়িতে এসেছে, তবে প্রাণহীন দেহে।
বেলা যতই গড়াচ্ছে শোকার্ত প্রতিবেশী ও নিকটাত্মীয়দের ভিড়ে শোক যে বেড়েই চলছে। স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশও ভারী হয়ে উঠছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।