স্পোর্টস ডেস্ক: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার উদ্বোধন হলো প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তাহব্যাপী আন্তঃহাউস দাবা টুর্নামেন্ট ২০২২।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ পিন্টু।
সিনিয়র স্কুলে ৮ম শ্রেণি থেকে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪টি হাউজে মোট ৬৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করার জন্য বুদ্ধিমত্তার বিকল্প নেই। বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি দাবা প্রতিযোগিতা আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দাবা খেলাকে এগিয়ে নেয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন স্কুল উপাধ্যক্ষ (সিনিয়র স্কুল) ই.ইউ.এম ইনতেখাব। ক্রীড়া শিক্ষা বিভাগের প্রধান মো. আবদুল করিম, ক্রীড়া শিক্ষক মো. গিয়াস উদ্দিন, মৈত্রী চাকমা, বাবলি আসাম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।