আন্তর্জাতিক ক্রিকেটে একটি ব্যাটের দাম ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যেও ক্রিকেট ব্যাট পাওয়া যায় তবে তা আন্তর্জাতিক ম্যাচগুলোতে ব্যবহার করা হয় না। কেনো একটি ব্যাটের দাম এতটা বেশি তা নিয়ে আলোচনা করা হবে আজকের আর্টিকেলে।
ক্রিকেট ব্যাটের পেছনে দুইটি ফ্যাক্টর কাজ করে। প্রথমত কোন কাঠ দিয়ে ব্যাটটি তৈরি। উইলো কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়ে থাকে। এ ধরনের কাঠ পাওয়া যায় সালিক্স আলবা গাছ হতে। পুরো বিশ্বব্যাপী এ গাছ পাওয়া গেলেও দুইটি অঞ্চলে তা প্রসিদ্ধ। একটি হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ড এবং অন্যটি হচ্ছে কাশ্মীর।
যেসব অঞ্চলে এসব গাছ পাওয়া যায় সেখানকার ভৌগলিক অবস্থান, বৃষ্টিপাতের পরিমাণ, মাটির অবস্থা এবং আবহাওয়া ও জলবায়ুর কন্ডিশন কেমন তা মাথায় রাখতে হয়। এ কন্ডিশনের উপর নির্ভর করার পর দেখা যায় যে ব্যাটের কোয়ালিটি কেমন হবে।
এ ব্যাটগুলো হালকা থাকে এবং কোয়ালিটি ভালো হয়। ইংলিশ উইলো কাঠের ব্যাটকে বিভিন্নভাবে গ্রেডিং করা হয়ে থাকে। এসব গ্রেড এর উপর নির্ভর করে ব্যাটের দামের তারতম্য হয়ে থাকে। যে ব্যাটের গ্রেইনের সংখ্যা বেশি হয় সেসব ব্যাটের কাঠ অনেক পুরনো।
ব্যাটের জন্য উপযুক্ত কোয়ালিটির কাঠ খুঁজে পাওয়া তেমন সহজে বিষয় নয়। এ সমস্ত বিষয়ের উপর নির্ভর করে ব্যাটের দাম কেমন হবে। ইংলিশ উইলো কাঠ দিয়ে তৈরি ব্যাট অনেকটা সাদা হয়ে থাকে। অন্যদিকে কাশ্মীরি উইলো কাঠ দিয়ে তৈরি ব্যাট বাদামি রঙ্গের হয়ে থাকে।
ইংলিশ উইলো কাঠ দিয়ে তৈরি ব্যাট হালকা হয়ে থাকে। অন্যদিকে কাশ্মীরি উইলো কাঠ দিয়ে তৈরি ব্যাক একটু ভারী হয়ে থাকে। ইংলিশ উইলো কাঠের ব্যাট সেনসিটিভ বিধায় তা সাবধানে হ্যান্ডেল করতে হয়। কাশ্মীরি উইলো ব্যাট সহজে ভেঙে যায় না।
তাছাড়া ক্রিকেট ব্যাটের দাম অনেক বেশি হওয়ার পেছনে আরো একটি কারণ বিদ্যমান। তা হচ্ছে যেসব কোম্পানি এগুলো মেনুফ্যাকচার করে থাকেন তাদের নানা দিক থেকে খরচ রয়েছে। ব্র্যান্ডিং কস্ট, যারা ব্যাট তৈরি করেন তাদের স্যালারি, ট্রাভেল কস্ট, কর দেওয়া সব মিলিয়ে খরচ বেড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।