স্পোর্টস ডেস্ক : খাতায়-কলমে আন্তর্জাতিক কেরিয়ারটা শেষ হয়ে গিয়েছিল ২০১২ সালেই। এরপর বিভিন্ন স্তরে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের ফেরার চেষ্টা করলেও জাতীয় দলের দরজা আর খোলেনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম এই কারিগরের জন্য। সেজন্য কাউকে কখনও দোষারোপ করেননি ইরফান পাঠান। বিদায়বেলাতেও এমন অনিশ্চিত কেরিয়ারের জন্য কাঠগড়ায় তুললেন না কাউকে। শুধু জানালেন অন্যান্যরা যে সময় কেরিয়ার শুরু করে, আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল সেই সময়।
জানা গেছে, গতকাল শনিবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ইরফান পাঠান। ভারতীয় দলের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু ঈর্ষনীয় কীর্তিলেখা হয়ে গিয়েছে তার নামে, যেগুলো ইরফানের হয়েই থেকে যাবে।
একনজরে কীর্তিগুলো দেখে নেওয়া যাক:
১. আন্তর্জাতিক ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে একটি ম্যাচে ৯টি উইকেট রয়েছে ইরফানের নামের পাশে। ২০০৩ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এই বিরল কৃতিত্ব দ্বিতীয় কোনো বোলারের নেই।
২. আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে বল এবং ব্যাট হাতে ওপেন করার কীর্তি রয়েছে বরোদার এই অলরাউন্ডারের। জাতীয় দলের হয়ে দুটি ম্যাচে বল-ব্যাট হাতে ওপেন করেছিলেন তিনি। পাকিস্তানের মহম্মদ হাফিজ ও তিলাকরত্নে দিলশানের ঝুলিতেও রয়েছে এই নজির।
৩. টেস্ট ক্রিকেটের ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিকের বিরল নজির গড়েছিলেন ইরফান পাঠান। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছিলেন তিনি।
৪. প্রথম ভারতীয় হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ৪ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ইরফানের নামের পাশে। ২০০৫ কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে ২৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
৫. ওয়ানডে ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের মালিক ইরফান।
৬. আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে দুটি ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে তিনটি হ্যাটট্রিক শিকারি বোলার হন ইরফান। ২০১৯ কুলদীপ যাদব তাঁর নজির ছুঁলেও চায়নাম্যানের হ্যাটট্রিক কেবল ৫০ ওভারের ম্যাচেই সীমাবদ্ধ ছিল।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।