স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবল, টেনিস, ক্রিকেটসহ সব ধরনের খেলা বন্ধ। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন খেলোয়াড়রা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর মধ্যে আন্তর্জাতিক ক্রীড়াসূচি নিয়ে আইসিসি এবং বিসিসিআই’র দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
পরিস্থিতি বেশ জটিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত কোনো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহই দেখাচ্ছে না ভারতীয় বোর্ড। শুধু ভারত নয়, আন্তর্জাতিক সূচি নিয়ে আইসিসির ভূমিকায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ে প্রথমসারির দেশগুলো।
চলতি বছরের শুরুতে ২০২৩-২০৩১ সাল পর্যন্ত ক্রীড়াসূচি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবমিলিয়ে এ ৯ বছরে মোট নয়টি মেগা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয় তারা। কিন্তু তাদের প্রস্তাবে খুশি হতে পারেনি বিসিসিআই।
বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড চাইছে, আইসিসি টুর্নামেন্ট কমিয়ে দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ বাড়াক। কারণ, বিশ্ব ক্রিকেটের নীতি-নির্ধারণী সংস্থা আয়োজিত টুর্নামেন্ট থেকে আয়ের টাকা দেশীয় বোর্ডগুলো পায় না। ফলে আইসিসির ক্রীড়াসূচি বাস্তবায়িত হলে তাদের বড়সড় লোকসান হতে পারে।
বিসিসিআই, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়াসহ (সিএ) প্রথম কাতারের বোর্ডগুলো চাইছে, এ টুর্নামেন্টগুলোর তারিখ ঘোষণার আগে আইসিসি আগামী ৯ বছরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশ করুক।
এ সবের মাঝে গেল মাসেই সদস্য দেশগুলোকে উত্থাপিত মেগা টুর্নামেন্টগুলো আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করতে অনুরোধ করে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।
গেল ১৫ মার্চ এ সব টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশের শেষদিন ছিল। ৯টি টুর্নামেন্ট আয়োজনের জন্য মোট ১২টি দেশ প্রস্তাব পাঠিয়েছে। একটি প্রস্তাব পাঠিয়েছে আইসিসির অস্থায়ী সদস্য দেশ। কিন্তু ভারত কোনো প্রপোজাল পাঠায়নি।
এর মানে এ নয় যে, সে সব টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হারাল ভারত। কারণ, এখন পর্যন্ত সরকারিভাবে দরপত্র আহ্বান করেনি আইসিসি। টুর্নামেন্টের আয়োজন নিয়ে বৈঠকও হয়নি। মূলত এর পরই বিসিসিআই’র অবস্থান স্পষ্ট হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস/রিপাবলিক ওয়ার্ল্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।