জুমবাংলা ডেস্ক: ফেনী জেলায় আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি হচ্ছে শস্য বিনাসকারী প্রাণির মত যা কৃষকের স্বপ্ন ভেঙে দেয়। তাই এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে কারণে দেশ উন্নয়নে উর্ধ্বমুখী হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. রফিকউস সালেহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আান্দালিব, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাইন উদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সহসভাপতি শাহনাজ জাহান প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।