Advertisement
বিজনেস ডেস্ক : টানা পাঁচ দিন আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাজ্যের ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৫২ দশমিক ছয় ছয় ডলারে।
এক সপ্তাহের মধ্যে পণ্যটির দাম কমেছে প্রায় ১১ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ১৩ ডলার কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুড অয়েল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৪৭ দশমিক নয় তিন ডলারে। ৫ দিনের ব্যবধানে প্রায় ৯ শতাংশ কমে ওপেক বাস্কেটে মজুদ অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৫৫ দশমিক আট আট ডলারে।
বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা কমেছে প্রায় ১৯ শতাংশ। উৎপাদন ও রপ্তানি কমিয়ে দামের নিম্নমুখী প্রবণতার লাগাম টানতে পারছে না ওপেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।