মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ২০তম আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এ আয়োজনে ওয়েলনেস অ্যান্ড বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফেব্রিক ও চামড়াজাত পণ্য, গৃহসজ্জা সামগ্রী, উপহার ও ভোগ্যপণ্য এমন মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ এবং মালয়েশিয়ার অসংখ্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অতিথিবৃন্দসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের দুটি স্টল ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দর্শকদের বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য ও বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি-এর প্রেসিডেন্ট ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দাতো চং চং তিক, ইনভেস্ট সেলাঙ্গরের ম্যানেজার অং চিং চিং, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ।
বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এই প্রদর্শনীতে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রাণ (খাদ্য ও পানীয় পণ্য), জুটেক্স (পাটজাত পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান)।
বাংলাদেশের স্টলে পাটজাত পণ্য, সিরামিকস, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়েছে, যা বিদেশি ক্রেতা ও দর্শকদের নজর কাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



