আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোজা রাখবেন না প্রথম আরব মহাকাশচারী আল-নেয়াদি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমিরাতি মহাকাশচারী সুলতান আল-নেয়াদি বলেছেন, তার আসন্ন মহাকাশ মিশনে থাকাকালীন তাকে রমজান মাসে রোজা রাখতে হবে না। ৪১ বছর বয়সী আল-নেয়াদি হচ্ছেন প্রথম আরব মহাকাশচারী যিনি মহাকাশে ছয় মাস কাটাবেন।
আগামী মাসে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) যাবেন তিনি। খবর কুয়েত টাইমস’র।
নেয়াদি, নাসার স্টিফেন বোয়েন ও ওয়ারেন হোবার্গ এবং রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভ স্পেসএক্স ড্রাগন ক্রু-সিক্সের সদস্য হিসেবে ২৬ ফেব্রুয়ারি আইএসএস-এ যাওয়ার কথা রয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কীভাবে পবিত্র রমজান মাসটি পালন করবেন, জবাবে নেয়াদি বলেন, তার পরিস্থিতি একটি ব্যতিক্রমের মধ্যে পড়ে।
তিনি বলেন, আমি একজন ভ্রমণকারীর তালিকায় পড়ব এবং এজন্য আমরা রোজা না রাখলেও চলবে। এটা বাধ্যতামূলক নয়। আসলে যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। সুতরাং যেকোনো কিছু যা মিশনকে বিপদে ফেলতে পারে বা ক্রু সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত খাবার খাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত থেকে মহাকাশে যাত্রা করা নেয়াদি হবেন দ্বিতীয় নাগরিক। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে হাজ্জা আল-মানসুরি আইএসএস-এ আট দিন কাটিয়েছিলেন। এদিকে জনসন স্পেস সেন্টারে বুধবারের ওই সংবাদ সম্মেলনে নাসা ও রাশিয়ার মহাকাশচারীর কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বের কোনো রাজনৈতিক উত্তেজনা, উদাহরণস্বরূপ, ইউক্রেনের নিয়ে মহাকাশে উত্তেজনা ছড়িয়েছে কিনা।
জবাবে তিনটি স্পেস শাটল মিশনে অভিজ্ঞ নাসার বোয়েন বলেন, আমি ২০ বছরেরও বেশি সময় ধরে মহাকাশচারীদের সঙ্গে কাজ করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি এবং এটি সবসময়ই আশ্চর্যজনক। একবার আপনি মহাকাশে গেলে এটি কেবল একজন ক্রু, একটি যানে পরিণত হয় এবং আমাদের সবার লক্ষ্য এক হয়ে দাঁড়ায়। আর ফেদিয়াভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ সহযোগিতার ‘খুব দীর্ঘ ইতিহাসের’ দিকে ইঙ্গিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।