বেশ কিছু স্থানে ফাটল দেখা দেওয়ায় পর এবার বায়ুদূষণের কবলে পড়েছে মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নানা কারণে মারাত্মক দূষণের ঝুঁকিতে রয়েছে। গন্ধ ও দূষণের কারণে বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন নভোচারীরা। সম্প্রতি একটি পণ্যবাহী মহাকাশযান মহাকাশ স্টেশনে যাওয়ার পর এ আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
নাসার তথ্যমতে, ২৩ নভেম্বর ‘প্রোগ্রেস ৯০’ নামের একটি মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়া অংশে যুক্ত হয়। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের নভোচারীরা মহাকাশযানটির দরজা খোলার পরপরই গন্ধ শনাক্ত করে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যুক্তরাষ্ট্র অংশে থাকা নোড ৩ মডিউলেও পেইন্ট স্প্রের মতো গন্ধ পাওয়া গেছে।
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ২৩ নভেম্বর সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এয়ার স্ক্রাবার ও দূষিত পদার্থ পরিষ্কার করার পর সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন স্টেশনের ভেতর বাতাসের মান স্বাভাবিক স্তরে রয়েছে। প্রতিরক্ষা হিসেবে রুশ মডিউলার ও কার্গো ক্রাফটের সংযোগ হ্যাচ বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, প্রোগ্রেস ৯০ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা ‘এক্সপেডিশন ৭২’ মিশনের নভোচারীদের জন্য তিন টন খাদ্য ও জ্বালানি বহন করছে। আর তাই বর্তমানে মহাকাশযানটির দরজা বন্ধ রাখা হলেও কিছুদিনের মধ্যে তা খুলতে হবে। প্রায় ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবে মহাকাশযানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।