স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। জিয়া ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রানার-আপ হন। সাত পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় ও ইসফট এরিনার মো. শরীয়তউল্লাহ চতুর্থ হন।
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ, জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান সপ্তম এবং তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী অষ্টম হন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবার পুরস্কার বিতরণ করা হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম শহিদউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক।
বিজয়ীদের নগদ দেড় লাখ টাকা প্রাইজমানি ও পঞ্চাশ হাজার টাকার ওয়ালটন সামগ্রী পুরস্কার দেওয়া হয়। ৬ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৮৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।