আন্দোলনকারীদের ‘এক দফা’ দাবির প্রতি মির্জা ফখরুলের সমর্থন

মির্জা ফখরুল

মির্জা ফখরুলজুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনকারীদের ‘এক দফা’ দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র-জনতার ওপর নির্যাতন নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানাই।’

শনিবার (৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই আহ্বান জানান।

‘সমগ্র দেশে, গ্রাম-শহরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সন্ত্রাস, হামলা, মামলা দিয়ে চলমান ছাত্র জনতার আন্দোলন দমানো যাবে না। ছাত্র গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সকল হত্যা, ধ্বংস, নৈরাজ্য ও সঙ্কটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী,’ বিবৃতিতে বলেন তিনি।

মির্জা ফকরুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি ‘আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার ওপর নির্যাতন নিপীড়ন ও গুলি’ না চালানোর আহবান জানান।

একই সঙ্গে তিনি গ্রেফতারকৃত সাধারণ ছাত্র-জনতাসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারেরও দাবী জানিয়েছেন ওই বিবৃতিতে।

প্রসঙ্গত, সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানানোর পর এ বিবৃতি দিলেন বিএনপি মহাসচিব।

সংঘাত নয়, আলোচনায় বসতে চাই : প্রধানমন্ত্রী