দিনাজপুর প্রতিনিধি: বিএনপির এক দফা দাবি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নকেই বাধাগ্রস্থ করতে অহেতুক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি।’
তিনি বলেন, ‘জনগণ আর আন্দোলন চায় না। জনগণ চায় কাজ ও উন্নয়ন। সেই উন্নয়নই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। বিগত বিএনপি-জামাতের আমলে এই দিনাজপুরেই ২২ ঘন্টা লোডশেডিং থাকতো। মানুষের নামাজ পড়তে কষ্ট হতো। কিন্তু এখন আর তা হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দিনাজপুরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। মানুষ এখন শান্তিতে আছে।’
আজ (১৩ জুলাই) এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের কবিরাজ পাড়া মুরাদ সাহেবের বাড়ি হতে লিটন সাহেবের বাড়ি এবং ইকবাল সাহেবের বাড়ি হতে শাহজাহান সাহেবের বাড়ির রাস্তার আরসিসি পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, পৌর শহরের সুইহারী মোড় হতে বাস টার্মিনাল রাস্তা পুনঃনির্মাণ নির্মাণ কাজের উদ্বোধন ও পৌর শহরের সুইহারী মোড় হতে গোলাপবাগ মোড় রাস্তা পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ। ১৩৫ রকমের ভাতা পায় অসহায় মানুষ। ভূমিহীন ও গৃহহীনরা জমিসহ বাড়ি পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পায় শিক্ষার্থীরা। নৌকা মানুষকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। নৌকা থাকা মানেই মানুষের কল্যাণ। দেশের নিজস্ব টাকায় পদ্মাসেতুসহ বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। আর এসব উন্নয়ন ও কল্যাণের একমাত্র দাবিদার জননেত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।’
স্থানীয় এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাক বিএনপি তা চায় না। ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় তারা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠন প্রস্তুত রয়েছে।’
পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, আব্দুল হানিফ দিলন, জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সাল হাবিব সুমন, ঠিকাদার মেসার্স মা এন্টার প্রাইজের স্বত্তাধিকারী ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম সিআইপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদুল হক কোরায়শী দুলাল ও জাসদ নেতা শহিদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।