স্পোর্টস ডেস্ক : আন্দোলনরত ক্রিকেটাররা আজ বিকালে বোর্ডের সাথে আলোচনায় বসার কথা রয়েছে। তবে তার আগে সব ক্রিকেটার নিজেদের মধ্যে আলোচনায় বসছেন।
সূত্র অনুযায়ী, ক্রিকেটাররা রাজধানীর বনানীতে জড়ো হচ্ছেন। সেখানে শীর্ষস্থানীয় ক্রিকেটাররা বৈঠক শেষে ক্রিকেট বোর্ড অভিমুখী হবেন বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার থেকে সব ধরনের ক্রিকেট থেকে বিরত রয়েছেন তারা।
যদিও বোর্ড ক্রিকেটারদের ধর্মঘটকে ভালোভাবে নেয়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের উপর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন বিসিবি সভাপতি।
তবে বোর্ড দফায় দফায় ক্রিকেটারদের সাথে যোগাযোগের চেষ্টা করে। এরপর ক্রিকেটাররা বোর্ডের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৩ অক্টোবর) বিকালে বোর্ডের সাথে ক্রিকেটারদের আলোচনা হতে পারে। ক্রিকেটাররা বোর্ডের সাথে আলোচনার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়ের ইঙ্গিত না দিলেও বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমের সাথে আলাপকালে প্রস্তাব রেখেছিলেন- বিকাল পাঁচটার দিকে ক্রিকেটাররা আলোচনায় বসতে পারেন।
তবে নিজেদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ক্রিকেটাররা আরও একবার বৈঠকে বসছেন। তার আগ পর্যন্ত ক্রিকেটারদের প্রতিক্রিয়া জানা যায়নি এখনো। এমনকি কোনো ক্রিকেটার সংবাদমাধ্যমের সাথেও কথা বলেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।