আন্দোলন প্রত্যাহার করলেন যশোরের সমন্বয়করা

জুমবাংলা ডেস্ক : চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যশোরের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।

সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন ‘সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের’ পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করা হয়।

এসময় সমন্বয়ক পরশ আহম্মেদ লিখিত বক্তব্যে জানান, তাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার সরকার পূরণ করে দিয়েছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমন্বয়ক ফাহিম আহম্মেদ, ইয়াসিন আরাফাত ও মাহাফুজ আলী।