আন্তর্জাতিক ডেস্ক : নারীদের সঙ্গে আপত্তিকর আচরণ করার অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের এক নেতাকে রাস্তার ওপরে জুতোপেটা করেছেন এলাকার নারীরা। পরে তারাই ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার দশদ্রোণ এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের বুথ স্তরের সভাপতি বুদ্ধদেব দাস গত বেশ কয়েকদিন ধরেই পাড়ার বিভিন্ন নারীকে হোয়াটস্অ্যাপে মেসেজ করে উত্ত্যক্ত করছিলেন। এবং তাদেরকে নানা ধরনের আপত্তিকর প্রস্তাবও দিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন গ্রামের নারীরা তাকে ঘিরে ধরেন। কেন তিনি এ ধরনের মেসেজ পাঠাচ্ছেন তা জিজ্ঞাসা করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর পরেই রাস্তার ওপর নারীরা ওই ব্যক্তিকে জুতোপেটা করতে থাকেন। মারধরও করা হয় তাকে। খবর পেয়ে এলাকার অন্য বাসিন্দারাও পৌঁছান। তাদের একাংশ বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, যাদের ওই ব্যক্তি মেসেজ পাঠিয়েছেন বলে অভিযোগ, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনি পথে পদক্ষেপ করা হবে।
রাজারহাট গোপালপুর এলাকার তৃণমূল নেতারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এলাকার তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, এর আগেও একাধিক বার বুদ্ধদেবের বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠেছে। এমনকি দলের নারী কর্মীদের সঙ্গেও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।