স্পোর্টস ডেস্ক : সিলেটে প্রথম ওয়ানডে মাঠে বসে উপভোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বোর্ড প্রধানের মাঠে আসা মানে-ই গণমাধ্যমের মুখোমুখি হওয়া। আর সেখানে কোনো না কোনোভাবেই উঠে আসে মাশরাফি বিন মুর্তজার অবসর প্রসঙ্গ!
সাম্প্রতিক সময়ে বোর্ড প্রধান যতবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ততবারই মাশরাফির অবসর, অধিনায়কত্ব, দলে জায়গা নিয়ে প্রশ্ন এসেছে। নির্দ্বিধায় উত্তর দিয়েছেন বিসিবি বস। আবার কোনো সময় নিজ থেকেই কথা বলেছেন দেশের সফলতম অধিনায়ককে নিয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মাশরাফিকে সামলাতে হয়েছে অবসর নিয়ে প্রায় ১০টি প্রশ্ন। এক প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে উত্তাপ ছড়ান সংবাদ সম্মেলনে। অপ্রিয় প্রশ্নে মাশরাফির বক্তব্যও ছিল বেমানান।
মাশরাফির ‘উত্তপ্ত’ সংবাদ সম্মেলনের খবর কানে গেছে বোর্ড প্রধানের। সম্মেলন নিয়ে নাজমুল হাসানের ভাবনা, গণমাধ্যম-ই নাকি মাশরাফিকে খোঁচাচ্ছিল!
‘ওর প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা একটু ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময় যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আমাদের আলাপ করা উচিতই না। ও বলে দিয়েছে ও কি চায়।’ – বলেছেন নাজমুল হাসান।
অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে মাশরাফিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে জানালেন বোর্ড প্রধান।
‘মাশরাফির যা বলার কথা তাই বলেছে। অধিনায়ক হিসেবে মাশরাফির কোনো রিপ্লেসমেন্ট নেই। মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই আমাদের।’
‘আপনারা খেয়াল করেছেন মাশরাফিকে যে পরিমাণে আমরা চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য সেটা কিন্তু অনেকের বেলায় করিনি। মুশফিককে বাদ দিয়ে যখন মাশরাফিকে অধিনায়ক করি তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি। মাশরাফির ব্যাপারটা ভিন্ন।’
‘অধিনায়ক কে হবে বোর্ড চূড়ান্ত করবে। যখন যাকে মনে হয় তাকে নির্বাচন করবে। ও (মাশরাফি) কখন অবসর নিবে সেটা ও ঠিক করবে। তাকে সিদ্ধান্ত নিতে দিন। আমার মনে হয় এ আলোচনা এখানেই শেষ করা উচিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।