আপনার জন্য সেরা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম

সেরা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম

নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ইন্টারনেট সুবিধার কারণে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম যেন বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ক্যারিয়ারে নতুন নতুন দক্ষতা অর্জন থেকে শখ পূরণ; সব ক্ষেত্রেই বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার বিষয়টি অনেক সহজ করে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্স।

সেরা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম

মাস্টারক্লাস 

মাস্টারক্লাস কোর্সগুলো বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ যেমন- মার্গারেট অ্যাটউড, গর্ডন রামসে এবং ক্রিস্টিনা আগুইলেরা নিয়ে থাকেন। যা একই সঙ্গে তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলকভাবে তৈরি করা হয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্মের কোর্সে সাধারণত ভিডিও লেসন, ডাউনলোডযোগ্য ম্যাটিরিয়াল এবং অ্যাসাইনমেন্ট অন্তর্ভুক্ত থাকে। যাতে শিক্ষার্থীরা যা শিখেছে তা প্রয়োগ করতে সাহায্য করে।

ট্রিহাউজ 

ট্রিহাউজের কোর্সগুলো বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ এবং আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়। অনলাইন প্ল্যাটফর্মটিতে ক্যারিয়ারকেন্দ্রিক রিসোর্স ব্যবহারের ব্যবস্থা রেখেছে। যেমন চাকরির ইন্টারভিউ টিপস। এ ছাড়া ট্রিহাউজে একটি টেকডিগ্রি প্রোগ্রামও রয়েছে, যেটির প্রজেক্টভিত্তিক প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ে তোলা এবং প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তার জন্য ডিজাইন করা।

কোডঅ্যাকাডেমি

কোডঅ্যাকাডেমির ইন্টারঅ্যাক্টিভ লেসনগুলো প্রারম্ভিব পর্যায়ের শিক্ষার্থীদের উপযোগী হিসেবে ডিজাইন করায় স্টেপ-বাই-স্টেপ নির্দেশনা এবং তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্জিত দক্ষতা প্রয়োগের ক্ষেত্রে সাহায্য কেরে এই অনলাইন কোর্সগুলো। এ ছাড়া সম্ভাব্য নিয়োগদাতাকে প্রদর্শনের জন্য পোর্টফলিও তৈরিতে সাহায্য করে প্ল্যাটফর্মটি। এ ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ করা, প্রশ্ন জিজ্ঞাসা এবং রিসোর্স শেয়ারের জন্য কমিউনিটি ফোরাম রয়েছে প্ল্যাটফর্মটিতে।

Bohubrihi

সুন্দর ও সাবলীল ভঙ্গিতে খুব সহজেই যে কোনো ডিজিটাল স্কিল শিখতে পারবেন Bohubrihi এর সাথে। অনলাইন বা অফলাইন ক্যারিয়ারে নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে স্কিল ডেভেলপমেন্ট করে। সবথেকে মজার বিষয় হলো পেইড কোর্স এর পাশাপাশি Bohubrihi তে আপনি অনেক ফ্রি কোর্স পাবেন৷ আর প্রতিটি কোর্স যে কোনো ক্যারিয়ার এর জন্য উপযোগী। তাই ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আপনি সরাসরি Bohubrihi এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন।

প্রতিটি কোর্স এর অর্ন্তভুক্ত থাকবে লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, সরাসরি মেন্টর এর সাথে কথা বলার সুযোগ, কুইজ ও সবশেষে পরিক্ষা। অতঃপর আপনার মেধা যাচাই এর ওপর ভিত্তি করে Bohubrihi থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া Bohubrihi এর সাথে সংশ্লিস্ট প্রতিষ্ঠানে সরাসরি কাজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফ্রিল্যান্সিং করতে চাইলে কাজ শুরু করার পরে যে কোনো পরামর্শ পাবেন একদম ফ্রি তে।

ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, Data Analytics সহ অনেক গুরুত্বপূর্ণ কোর্স পাবেন এই প্লাটফর্মে। এরমধ্যে কিছু কিছু কোর্স আছে একদম বিনামূল্যে। তাই চাইলে Bohubrihi থেকে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন খুব সহজেই।

শিক্ষক বাতায়ন

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের একটি বাস্তব প্রকল্প শিক্ষক বাতায়ন। এখানে তিনটি মূলধারার শিক্ষা ব্যবস্থা(সাধারণ, মাদ্রাসা, কারিগরি) নিয়ে শিক্ষা দেয়া হয়। নিম্ন থেকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় দ্বারা পরিচালিত সমস্ত একাডেমিক এবং দক্ষতা বিকাশের ক্লাস পেয়ে থাকে। এই সাইটটি মূলত PPT উপস্থাপনার মাধ্যমে বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীরা যে কোনও একাডেমিক অনুসন্ধানের জন্য সেই ওয়েবসাইটের ছাত্র এবং শিক্ষক সবাইকে কল করতে পারে। সাইটটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

শিক্ষক ডট কম

অধ্যাপক ডাঃ রাগিব হাসান ২০১২ সালে তৈরি করেন শিক্ষক ডটকম।শিক্ষক ডটকম প্রকল্পটি বাংলাদেশ ও ভারতের পল্লী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় বিনামূল্যে অনলাইন শিক্ষা এবং উচ্চমানের কোর্স সরবরাহ করার লক্ষে তৈরি করা হয়। এই প্ল্যাটফর্মটি বিজ্ঞান এবং প্রকৌশল ছাত্র এবং গবেষকদের জন্য অন্যতম প্ল্যাটফর্ম। মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ভাষা এবং এসএসসি এবং এইচএসসি বিষয়গুলি এখানে শিখনো হয়ে থাকে।