গুগলের অনেক দরকারি ফিচার রয়েছে। Enhanced spell check ফিচারের মাধ্যমে আপনি গুগলে যা টাইপ করেন সেটা গ্রামার এবং স্টাইল ঠিক আছে কিনা তা চেক করার জন্য সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। এ ফিচারটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলেও তথ্য এর নিরাপত্তার কথা চিন্তা করলে তা বিতর্কের পর্যায়ে পড়ে যায়।
একটি ইনভেস্টিগেশনে দেখা যায় যে আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্রাউজারে টাইপ করেন তখন সেটিও গুগল সার্ভারে চলে যেতে পারে। গুগল ক্রোমের সেটিং এ ‘রিভিল পাসওয়ার্ড’ এর অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করলে সব লগইন ডিটেইলস গুগল সার্ভারে চলে যায়।
ইনস্টিগেশনে আরো বলা হয় যে Google চাইলেও তা আটকাতে পারে না। কেননা যখন আপনি বানান চেক করার জন্য ইচ্ছা পোষণ করেন তখন পাসওয়ার্ডটি একটি সাধারণ টেক্সট হিসেবে সার্ভার এ গণ্য করা হয়।
গুগল এ ব্যাপারে জানায় যে গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র সাময়িক সময়ের জন্যই গুগলের সার্ভার এ জমা হয়ে থাকে। পাসওয়ার্ড যেন স্বয়ংক্রিয়ভাবে প্রসেস হয়ে না যায় এবং পুরো সিস্টেমটি যেন নির্ভরযোগ্য হয় এ ব্যাপারে গুগল কাজ করছে।
ইনস্টিগেশনে আরো উঠে আসে যে মাইক্রোসফটের ব্রাউজার একই সিস্টেমে কাজ করে। আপনি যদি মাইক্রোসফট এজ ব্রাউজারে গ্রামার চেক করেন তাহলে সেটাও তাদের সার্ভারে চলে যায়।
প্রযুক্তিবিদরা পরামর্শ দেন যে মাইক্রোসফট এক্ষেত্র গুগলের থেকে একটু বেশি নির্ভরযোগ্য। কেননা Microsoft আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভিত্তি করে ক্লাউড নির্ভর প্রযুক্তি ব্যবহার করে বানান এবং বাক্য চেক করে থাকে। গুগল সহ অন্যান্য সফটওয়্যার এর উচিত এ প্রযুক্তি শীঘ্রই ব্যবহার করা।
আপনার খুব বেশি প্রয়োজন না হলে Enhanced spell check ফিচারটি ব্যবহার না করা হয়তো উত্তম হবে। তবে অনেকেই বলে থাকেন গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ফিচারটি বেশ নির্ভরযোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।