আপনার পিক্সেল ওয়াচকে সুরক্ষা দিবে স্পাইগেনের এক্সেসরিজ

Pixel Watch

গুগল পিক্সেল ওয়াচের জন্য গুরুত্বপূর্ণ accessories মার্কেটে নিয়ে এসেছে জনপ্রিয় ব্র‍্যান্ড স্পাইগেন। কেস, কভার, স্ট্র‍্যাপ সহ নানা স্টাইলের accessories বাজারে ছাড়া হয়েছে। পিক্সেল ওয়াচ ব্যবহারকারীরা শুরু থেকেই তাদের মূল্যবান ডিভাইসের জন্য accessories এর সন্ধান করছিলেন।

Pixel Watch

আপনার এজ প্রোটেকশনের দরকার হলে ব্র‍্যান্ডটির fully integreted cover ব্যবহার করতে পারেন। অনলাইন স্টোরে আপনি অনেক accessories খুজে পাবে। তবে কোনটিই স্পাইগেনের accessories এর মত প্রিমিয়াম ফিল দিবে না।

পিক্সেল ওয়াচ ডিভাইসে হাই কোয়ালিটির স্ক্রিন প্রোটেকটর ব্যবহার করা হয়নি। তার জন্য স্পাইগেনের accessories ব্যবহার করতে পারেন। আপনার মূল্যবান ডিভাইসটি যেনো হাত থেকে পড়ে বা আঘাত পেয়ে ড্যামেজ না হয় সেজন্য স্পাইগেন হাই-কোয়ালিটির accessories অফার করছে।

স্পাইগেনের accessories আপনার পিক্সেল ওয়াচকে ২৪ ঘন্টা সুরক্ষা দিবে ও নিরাপদে রাখবে। ব্র‍্যান্ডটির স্ক্রিন প্রোটেকটর বা কভার ব্যবহার করলেও ওয়াচের সকল ফিচার স্বাভাবিক উপায়ে ব্যবহার করতে পারবেন।

বাটন ব্যবহার করতেও সমস্যা হবে না। তবে ক্লিক এর মত কিছুটা নয়েস সাউন্ড আপনার কানে আসতে পারে। কেস ও স্ট্র‍্যাপ এর কম্বিনেশন ব্যবহার করতে চাইলে Caseology Nano Pop উপযুক্ত অপশন হবে আপনার ডিভাইসের জন্য।

এটির ডিজাইন বেশ সফট। এটি এমন এক accessory যা ওজনে হালকা ও সিলিকন দিয়ে তৈরি। এর ফলে ডিভাইস ভারী হবে না ও প্রিমিয়াম ফিল পাবেন। ব্র্র্যান্ডটির তৈরি ‍স্ট্র্যাপ বেশ হালকা ও আপনি হাতে কমফোরটেবল ফিল করবেন। তবে এখানে লুপহোল থাকায় আপনি বিষয়টি নেতিবাচকভাবে নিতে পারেন।