শাওমি শুধু স্মার্টফোনের মার্কেটে সীমাবদ্ধ থাকতে চায় না। টুথপেস্ট থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি সব জায়গায় তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। বর্তমানে অবাক করে দেয়ার মত স্মার্ট হোম টেকনোলজি তারা সবার সামনে উন্মোচন করছে। সর্বশেষ তারা স্মার্ট ডোর লক সিস্টেম মার্কেটে নিয়ে এসেছে।
শাওমি তার স্মার্ট ডোর লক এম টোয়েন্টি সিরিজ ফেব্রুয়ারির ২০ তারিখে রিলিজ করবে। এই সিরিজের সাথে আপনি একটি ক্যামেরা এবং ডিসপ্লে স্ক্রিন পেয়ে যাবেন।
শাওমির এ নতুন সিস্টেমে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে। আসলে আপনার দরজার সামনে যেসব ঘটনা ঘটবে তার সবকিছু আপনার নজরবন্দিতেই থাকবে। কোন ঘটনাই আপনার চোখ এড়িয়ে যাবে না।
এর আগে ২০২২ সালে শাওমি তাদের ডোর লক সিস্টেম মার্কেটে নিয়ে এসেছিল। ওই প্রোডাক্ট থেকে এখানে উল্লেখযোগ্য আপগ্রেড আনা হয়েছে। নতুন সিস্টেমটি সহজে ইন্সটল করা সম্ভব হচ্ছে।
শাওমি এর সিস্টেমে ক্যামেরা এবং স্ক্রিন বাদেও ডোরবেল ফাংশন রাখা হয়েছে। এ প্রোডাক্ট এর দাম চীনা মুদ্রায় দুই হাজার ইউয়ান। ভারতের মুদ্রায় এটির দাম হতে পারে ২৪ হাজার রুপি।
শাওমির স্মার্ট হোম প্রোডাক্টটি অনেক বেশি টেকসই এবং নিরাপত্তা ফিচারের জন্য জনপ্রিয়তা পাচ্ছে। আপনার বাড়ির নিরাপত্তার জন্য চিন্তা করতে হবে না। দরজা খোলা এবং বন্ধ করার অরিয়েন্টেশন আপনি কাস্টমাইজ করতে পারবেন।
এ সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড. এনএফসি পাসোয়ার্ড, মোবাইল ফোন ব্লুটুথ এবং প্রাইভেট ডাটা স্টোর করার মত গুরুত্বপূর্ণ ফিচার রাখা হয়েছে।
হ্যাক করে এবং ডাটা চুরি করে যেন ক্ষতি করা সম্ভব না হয় সে ব্যবস্থাও রাখা হয়েছে। আপনি ঘরের বাইরে থাকলে রিমোট মনিটরিং এর মাধ্যমে সর্বশেষ তথ্য জানতে পারবেন। কোন সম্ভাব্য দুর্ঘটনা ঘটলে অ্যালার্ম বেজে উঠবে। এই সিস্টেমে ৮টি ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন হয় এবং ব্যাটারি লাইফ বেশ টেকসই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।