ছবিটি জুম করলে বলে দেবে আপনি কেমন মানুষ

আপনি কেমন মানুষ

জুমবাংলা ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকি জানা যায়, তার মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী?

আপনি কেমন মানুষ

হলুদ ব্যাকগ্রাউন্ডে কালো স্কেচ- কেউ দেখতে পাবেন এক পুরুষের মুখ, কেউ বা আবার দেখবেন এক নারীর মুখ। আর তা থেকেই জানা যাবে দর্শকের প্রকৃতি কেমন, দাবি মনোবিদের।

সাত ধরনের দলিল নতুন ভূমি আইনে বাতিল

যারা আগে নারীর মুখ দেখবেন, কোনও সন্দেহ নেই তারা অতিশয় দয়ালু স্বভাবের মানুষ। সহজেই অন্যকে ক্ষমা করে দিতে পারেন এরা। একই সঙ্গে এদের মধ্যে নীতিবোধ অত্যন্ত প্রবল। দায়িত্বমান এই মানুষগুলো সব সময়েই অন্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে ভালবাসেন।

যদি এক পুরুষের মুখ দেখা যায়? এই ধরনের মানুষেরা অতিরিক্ত মাত্রায় গোপন স্বভাবের, এরা কখনোই চান না যে এদের বিষয়ে সবাই জেনে ফেলুক! সেই সঙ্গে এদের মনের মধ্যে একটা ক্ষোভও কাজ করে সবসময়- কেউ এদের বুঝতে পারেন না, সবাই এদের বুঝতে সবসময়ই ভুল করেন।