
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি ভাঙ্গুড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল (নৌকা মার্কা) এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের (ধানের শীষ) ২০ ডিসেম্বর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। পরে ২২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে আব্দুল কাদেরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এতে আব্দুল কাদের গত শুক্রবার জেলা প্রশাসকের নিকট প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। রবিবার জেলা প্রশাসকের আপিল শুনানিতেও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কর্তৃক আব্দুল কাদেরের মনোনয়নপত্র বাতিলের পূর্বের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা রইলো না।
প্রার্থিতা বাতিলের বিষয়ে বিএনপির প্রার্থী আব্দুল কাদের বলেন, দলের কয়েকজন কর্মীকে মনোনয়নপত্র ও হলফনামা পূরণের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তাদের অবহেলার কারণে বিভিন্ন তথ্য ভুলভাবে পূরণ করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, মনোনয়ন ফরম ও হলফনামায় বিএনপির প্রার্থী আব্দুল কাদেরের প্রস্তাবকারী ও সমর্থনকারীর নাম এবং স্বাক্ষরে গরমিল, বিভিন্ন ফরমে ভোটার নম্বর ও মায়ের নামের গরমিল এবং শিক্ষাগত যোগ্যতায় হলফনামা এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অমিল হওয়ায় যাচাই-বাছাইয়ে মনোয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিল করলেও রিটার্নিং অফিসারের পূর্ব সিদ্ধান্ত বহাল থাকায় চূড়ান্তভাবে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে বাদ পড়ল। এতে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় আর ভোট হবে না। শুধুমাত্র কাউন্সিলর পদে ভোট নেওয়া হবে। যেকোনো সময় সরকারিভাবে ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



