লাইফস্টাইল ডেস্ক : কথাটি হয়তো অদ্ভুত মনে হবে কিন্তু অনেকেই আপেলের ওপর মোমের প্রলেপ দেখে থাকবেন। সুপারমার্কেটে গেলে উজ্জ্বল রঙের ফল দেখে আকৃষ্ট হওয়ার আগে জেনে নিন এগুলো নকল। টিকটক কিংবা ইউটিউবে প্রায়ই এ নিয়ে অনেকে সতর্কতা জানান।
শুধু আপেলেই এমন করা হয় তা কিন্তু নয়। অনেক ফলেই সংরক্ষণের জন্য মোমের প্রলেপ দেওয়া হয়। মোম দেওয়া থাকলে ফলের ময়েশ্চার বের হতে পারে না। ফলে দ্রুত শুষ্ক হয়ে যায় না।
অনেকে বলেন এসব মোম পেটে গেলে ক্ষতি হয়। বাস্তবে ফলে যে মোম ব্যবহৃত হয় তা একটূ আলাদা। তবে এখন পর্যন্ত এর ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সাররা এ বিষয়ে বলেন। আপেলের ওপর মোমের প্রলেপ দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। ফলে কীটনাশক বা ময়লা দূর হয়ে যায়। আপনি বাড়িতে আপেল আনলে পানি দিয়ে ধুলেও মোমের প্রলেপ সরে যাবে। তাই প্রতিবার ফল খাওয়ার আগে ধুয়ে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।