স্পোর্টস ডেস্ক : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে দু’দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে আফগানিস্তান। নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে সফরকারীদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আফগানিস্তান।
স্কোর : আফগানিস্তানঃ ৭৭/০ (ওভার ২৬)। দুই ওপেনার ইহসানুল্লাহ ৩৭ ও ইব্রাহিম ৩০ রানে অপরাজিত আছেন।
প্রস্তুতি ম্যাচের জন্য অভিজ্ঞ আর নতুনদের মিশেলে বিসিবি একাদশ সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কাঁধে।
একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে আজ বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০ টায়।
বিসিবি একাদশ নামে গড়া দলটিতে নেতৃত্ব দিচ্ছে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এছাড়াও ম্যাচটিতে বিসিবি একাদশের হয়ে খেলছেন নাইম ইসলাম, এনামুল হক বিজয়,জুবায়েরের মতো ক্রিকেটাররা।
উল্লেখ্য, একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে গত ৩০ আগস্ট বাংলাদেশে আসে আফগানিস্তান ক্রিকেট দল। দুদিনের প্রস্তুতি ম্যাচের পর আগামী ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টটিতে মুখোমুখি হবে বাংলাদেশের।
বিসিবি একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল-আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।
আফগানিস্তান দল: আসগর আফগান, আহমেদ শিরজাদ, ইহসানুল্লাহ জাদরান, রহমাত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ ইয়ামিন, শাপুর জাদরান, আফসার খান, কায়েস আহমেদ, মোহাম্মদ জাভেদ, ইকরাম আলি, ইব্রাহিম জাদরান ও জহির খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।