স্পোর্টস ডেস্ক : রাউন্ড রবিন লিগের কারণে এবার নকআউট পর্বের শুরুই সেমিফাইনাল থেকে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী সব দলেরই চোখ তাই সেমিফাইনালে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারার পর একটু কঠিন হয়ে গেছে টাইগারদের সেমির সমীকরণ।
কঠিন হলেও অসম্ভব নয় মোটেও। তবে শেষ চারে জায়গা পেতে হলে সামনের তিনটি ম্যাচের অন্তত দুটি ম্যাচে জয় তুলে নিয়ে তাকাতে হবে পয়েন্ট টেবিলের হিসেবনিকেশে। অথবা তিনটি ম্যাচই জিততে পারলে অনেকটা সহজ হয়ে যাবে সেমিফাইনাল।
তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন- সেমিফাইনাল নিয়ে এখন না ভেবে আগে আফগানিস্তান-বধ চায় বাংলাদেশ।
তিনি বলেন, ‘সামনের তিনটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাচ নিয়ে না ভেবে আমরা এখন পরবর্তী ম্যাচটি নিয়েই চিন্তা করছি। এখান থেকেই সেমিফাইনালের কথা চিন্তা করলে- ব্যাপারটা কঠিন। কারণ প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটা আমরা যদি পার হয়ে যেতে পারি তারপর সেমিফাইনালের কথা চিন্তা করব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন এর পরিবর্তে একাদশে সুযোগ পান ফাস্ট বোলার রুবেল হোসেন এবং মোসাদ্দেক হোসেন এর পরিবর্তে একাদশে আসেন সাব্বির রহমান।
কিন্তু ওই ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি এই দুই ক্রিকেটার। তবে খুশির খবর আছে বাংলাদেশে ফিরে। আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত এটা একপ্রকার নিশ্চিত। তবে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘যতটুক আমি জানি মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। সাইফুদ্দিনের সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করছি যাতে পরের ম্যাচের জন্য ওকে দ্রুত প্রস্তুত করতে পারি। আগের যে চোটটা ছিল ঐটাই, আশা করছি দ্রুতই সেরে উঠবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। এমন অবস্থায় টাইগারদের সম্ভাবনা আরেকটু জোরালো করতে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। এই লড়াইয়ে সেরা একাদশই গড়তে চাইবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।