Advertisement
স্পোর্টস ডেস্ক : দুই দিনের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ। ৯ উইকেটে ২৮৯ রান করে ইনিংস ঘোষণা করা আফগানদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেয়ে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।
বিসিবি একাদশের হয়ে আনামুল হক বিজয় শুরুটা ভালো করলেও তার উইকেটে বেশীক্ষণ টিকে থাকতে পারেনি তিনি। একটিমাত্র বাউন্ডাড়ি এবং একটি ছক্কার সাহায্যে ব্যাক্তিগত ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপরে আল আমিন ও সুহানের ব্যাটে আশার আলো জাগলেও বাংলাদেশের কোন ব্যাটসম্যানই নিজেদের নামের আর সুবিচার করতে পারেনি।
ফলে এই প্রতিবেদেন লেখা পর্যন্ত ১১৯ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে বিসিবি একাদশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।