স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের ৪২তম ম্যাচে আজ মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই দুই দল নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৭ রান করে দৌলতের বলে ইকরামের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন ক্রিস গেইল। অন্যদিকে ৬২ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লুইস। কিন্তু তিনি ৫৮ রান করে রশিদের বলে নবির হতে ধরা পড়ে সাঝঘরে ফিরেন।
এদিকে ৬৫ বলে ৪ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শাই হোপ। ৩৯ রান করে দৌলতের বলে নুর আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন হেটমায়ার। ৭৭ রান করে নবির বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন হোপ। অন্যদিকে ৪০ বলে ৬ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পুরান।
তবে ৫৮ রানে রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি। এরপর ৪৫ রান করে শিরজাদের বলে দৌলতের হাতে ধরা পড়ে ফিরেন হোল্ডার। শেষ পর্যন্ত ব্যাথওয়েট ১৪ রানে অপরাজিত ছিলেন এবং নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ৩১২ রান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরণ হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কোটরেল, কেমার রোচ, ওশানে থমাস।
আফগানিস্তান একাদশঃ রহমত শাহ, গুলবাদিন নাইব, আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, দৌলত জাদরান, সাইদ আহমেদ শিরজাদ, মুজিব উর রহমান
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel