স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের দল।
ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন বাংলাদেশের দুই ওপেনার। দলীয় ৭ রানে মুজিব জাদরানের বলে বোল্ড হন নাঈম শেখ (৮ বলে ৬ রান)।
এরপর চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে এনামুল হক বিজয়কে (১৪ বলে ৫ রান) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ওই মুজিবই। ৯ বলে ১১ রান করা সাকিবকে বোল্ড করে নিজের তৃতীয় শিকার তুলে নেন মুজিব।
সপ্তম ওভারে আক্রমণে এসে মুশফিকুর রহীমকে (১) সাজঘরে পাঠান রশিদ খান। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৫ রানে জুটি এনে দেন সহ-অধিকায়ক আফিফ হোসেন ও সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ। দলীয় ৫৩ রানে আফিফকে এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় শিকার ধরেন রশিদ। ১৫ বলে ১২ রান করেন আফিফ।
ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। রিয়াদ ২৭ বলে ২৫ রান করে ফিরলেও অন্য প্রান্তে দুর্দান্ত খেলতে থাকেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।