স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আফগানিস্তানকে ৬২ রানে হারায় বাংলাদেশ দল। আর এই ম্যাচে বল হাতে ৫ উইকেট তুলে নেন সাকিব। আর ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিক।
আর এই ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ দলের সবাই আসলে আজ ভালো খেলেছে। সাকিবের কথা আলাদ্ভাবে বলতেই হয়। ব্যাটিংয়ের পরে আজ মনে হয় এটা তার বোলিংয়ের এরা স্পেল ছিলো। এছাড়াও আমাদের দলের সবাই আজ কন্ট্রিবিউট করেছে।’
উল্লেখ্য যে, আফগানিস্তানকে হারিয়ে সেমির রেসে টিকে রইলো বাংলাদেশ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।