Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের কেন্দ্রস্থলে বুধবার সকালে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সালেহ’র মিডিয়া দপ্তরের প্রধান রেজওয়ান মুরাদ বলেন, ‘এই সন্ত্রাসী হামলা ব্যর্থ হয়েছে। সালেহ নিরাপদ ও ভাল আছেন।’
নাম প্রকাশ না করার শর্তে সালেহ’র এক সহকারি এএফপি’কে বলেন, এ আত্মঘাতী হামলার লক্ষ্য ছিল সালেহ’র গাড়িবহর। তার বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার সময় এ হামলা চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।