আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো হত্যার অভিযোগে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পশ্চিম ফারাহ প্রদেশে ২০১৭ সালে অন্য একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই দণ্ড বুধবার কার্যকর করা হয়েছে। এ সময় তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই মামলাটি তিনটি আদালত তদন্ত করেছে এবং দণ্ডটি দক্ষিণ কান্দাহার প্রদেশে অবস্থানরত সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার অনুমোদন দেওয়া।
তিনি জানান, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এবং ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের পাশাপাশি দেশটির প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীসহ এক ডজনেরও বেশি তালেবান কর্মকর্তা মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি প্রদেশে ডাকাতি ওব্যভিচারের মতো অপরাধের জন্য অভিযুক্ত পুরুষ ও মহিলাদের প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তির ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।