আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
রবিবার (১৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানান, হেলমান্ড প্রদেশের গ্রিশক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।
হেলমান্ড প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওহদাত বলেন, কান্দাহার-হেরাত মহাসড়কে একটি মোটরসাইকেল, ট্যাংকার ও বাসের সংঘর্ষ হয়েছে। বাসটি রাজধানী কাবুল থেকে হেরাত শহরের দিকে যাচ্ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বিপরীত দিক থেকে আসা ট্যাংকারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এ সময় এতে আগুন ধরে যায়। ট্রাকটি কান্দাহার থেকে হেরাতের দিকে যাচ্ছিল।
প্রদেশের তথ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, রোববার সকালে ট্যাংকার, বাস ও মোটরসাইকেলের মধ্যকার সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
হেলমান্ডের ট্রাফিক কর্মকর্তা কুদরতুল্লাহ জানান, দুর্ঘটনায় বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রদেশের পুলিশপ্রধানের মুখপাত্র হুজ্জাতুল্লাহ হক্কানি বলেন, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তথ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, মহাসড়কে পোড়া ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব পড়ে রয়েছে। এছাড়া পাশে চূর্ণবিচূর্ণ হওয়া ট্যাংকারের ক্যাবিন পড়ে রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।