স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বিসিবি একাদশ। আফগান বোলার সামনে একরকম দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ইতোমধ্যে ৮২ রানে ৫ জন টপ-মিডলের ব্যাটসম্যানদের হারিয়েছে তারা। শুরুতেই ১৬ রানের ঘরে সাব্বির হোসেনকে ক্যাচ আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখান শাপুর জাদরান। এরপর দলীয় ২৭ রানের মাথায় রশিদ খানের ক্লিন এলবি ডব্লিউর ফাঁদে পড়েন এনামুল হক। তিনি ফিরেন ব্যক্তিগত ১৯ রানে।
দুই টপ অর্ডারকে হারিয়ে দল যেখানে ধীরে সুস্থে পথ চলার কথা সেখানে অহেতুক কাণ্ড ঘটিয়ে বসেন ফজলে মাহমুদ। দলীয় ৩৭ রানের মাথায় সায়েদের বলে এলবির শিকার হন তিনি। তাছাড়া দলীয় ৬০ রানের ঘরে ফিরেন নাঈম এবং ৮২ রানের ঘরে আল আমিন।
সফরকারীদের স্কোর টপকাতে এখনো ২৪১ রান প্রয়োজন বিসিবি একাদশের।
এর আগে প্রথম দিনে শুরুটা ভালো করেও বিসিবি একাদশের বোলারদের চাপে ৯৯ ওভার খেলে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
মূল ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন (রোববার) তারা শেষ করেছিল ৮৮.১ ওভারে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে। দ্বিতীয় দিনের সকালে আর ১১ ওভারের মতো ব্যাটিং করে ২৮৯ রান পূর্ণ করে খেলা ছেড়ে দেয়।
তাদের এই রানের জবাবে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে পড়েছে বিসিবি একাদশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।