Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একাধিক বিস্ফোরণে দু’জন আত্মঘাতি বোমা হামলাকারীসহ নয়জন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব বিস্ফোরণ ঘটানো হয়।
পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশে তালেবান জঙ্গিদের উন্নত বিস্ফোরক ডিভাইসের সংস্পর্শে আসার পর গাড়ি বিস্ফোরণে এক নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়। তারা ওই গাড়িতে ভ্রমণ করছিল। বিস্ফোরণে গাড়িটি পুরোটাই ধ্বংস হয়ে গেছে।
দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে তালেবান জঙ্গিদের আত্মঘাতি হামলায় চার আফগান সৈন্য ও এক হামলাকারী নিহত হয়। এ সময় তিন সৈন্য আহত হয়।
্এদিকে প্রতিবেশী কান্দাহার প্রদেশে আফগান সীমান্ত বাহিনীর ওপর হামলার চেষ্টা করে এক তালেবান জঙ্গি। সীমান্ত বাহিনীর পাল্টা হামলায় ওই হামলাকারী প্রাণ হারায়। এ সময় দ’ুজন সীমান্তরক্ষী আহত হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।